ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। আজ রোববার (২৮ জানুয়ারি২০২৪খ্রি.) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'অ'গ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যেসব প্রকল্প অর্থবহ হয়, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।'
স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।'
এসময় প্রধানমন্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কেউ যদি ভূমিহীন-গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলেও অঙ্গীকার করেন।
বৈঠকটির সঞ্চালনায় ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।