আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নিখোঁজ হওয়ার দুই মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি গৃহবধূ নুর বানু। নুর বানু উদ্ধার না হওয়ায় পরিবারটিতে উৎকন্ঠা বিরাজ করছে। এ বিষয়ে ডোমার থানায় গত ৫ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ৩৭৯।
জানা যায়, ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি মোল্লা পাড়া এলাকার কৃষক নুরন নবীর মেয়ে নুর বানু (২৭)। প্রায় ১৭ বছর আগে বিবাহ হয় ডোমার পৌরসভার ০৬ নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার শামসুল আলমের পুত্র মজিবর রহমান (৪৫) এর সাথে। সংসার জীবনে তাদের পরিবারে ২ ছেলে ২ মেয়ে সন্তান রয়েছে। গত বছর ২০২২ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখ বিকেলে পৌরসভার পাঠান পাড়া এলাকার স্বামীর বাড়ী থেকে জনৈক প্রসূতির সেবার কথা বলে বের হয়ে আর বাড়ীতে ফেরেনি নুরবানু। নুর বানুর বাবার পরিবারের দাবি নুর বানু ক্লিনিকে চাকুরী করার সূত্রে বাচ্চা প্রসব (দাই) এর কাজ জানতো। ওই দিন তার মোবাইল ফোনে একটি কল আসে ইমারজেন্সি বাচ্চা প্রসবের জন্য। পরিবারটির আরো দাবি এবিষয়ে পুলিশকে জানানো হলে, পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে জানায়, খাটুরিয়ার খালেক মেম্বারের মোড় এলাকার সুলতানের ছেলে শাহিনুর (৩৫) এর মোবাইল নম্বর থেকে ফোন করে নুরবানু কে বাড়ি থেকে বের করে আনে। শাহিনুরকে পুলিশ ডেকে আনার পর শাহিনুর জানায়,আমার ফোন থেকে হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪০) ফোন করেছে। নুর বানু তার কাছেই আছে।
পুলিশ আরও জানায়, তারা আদাবর ও মোহাম্মদপুর এলাকায় আছে।
এবিষয়ে উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের খালেক মেম্বার মোড় এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের পুত্র হামিদার রহমান জানান, 'মিজানুর রহমান ও তার ভাইয়েরা খারাপ প্রকৃতির লোক। ওদের সাথে কেউ সাধারণত মিশে না। ওরা অনেক পরিবারটিকে ধ্বংস করেছে।'
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, 'নিখোঁজের জন্য থানায় একটি জিডি করা হয়েছে। তাদের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।