মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
পৃথক দুটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসন থেকে টানা তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য শিবলী সাদিক।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়।
দ্বাদশ জাতীয় সংসদে পৃথক এই দুটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সাংসদ শিবলী সাদিক।
এর আগে গত একাদশ জাতীয় সংসদে তিনি সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
টানা তৃতীয় মেয়াদে শিবলী সাদিক আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, 'দু'টি মন্ত্রণায়রের স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে আমার নাম প্রস্তাব করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই দু'টি মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা ও অগ্রগতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।