ঝিনাইদহ প্রতিনিধি :
নয় টি বছর পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এলাকার প্রিয় মানুষ শাহাজাহান সিরাজের হত্যার কোন বিচার হয়নি। ঝিনাইদহ সদর উপজেলায় সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান সিরাজকে ২০১১ সালের এই দিন রাতের আধারে বৈডাঙ্গা গ্রাম থেকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয় । নয় টি বছর পেরিয়ে গেলেও এলাকার একজন সহজ সরল প্রাক্তন চেয়ারম্যান হত্যার খুনিদের বিচার আজও হলো না। মৃত শাহাজাহান সিরাজ ছিলেন একজন সৎ, আদর্শবান, এলাকার সকলের প্রিয় একজন মানুষ। পরিবারের বড় ছেলে বাবুল রহমান জানান, নয় টি বছর অতিবাহিত হলেও দলের কোন নেতৃবৃন্দ কোন খোঁজ রাখে নাই আমাদের পরিবারের ।এমন কি আমার বাবার মৃত্যু বার্ষিকীতেও তারা মনে করেন না। কিন্ত আমার বাবা ছিলেন দলের একজন নির্ভীক আদর্শবান কর্মী। অথচ দল আমার বাবাকে মনে রাখলো না। তার মৃত্যুতে আজ বুধবার বৈডাঙ্গা জামে মসজিদে মাগরিব বাদ এক দোয়ার অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠানে মৃত শাহাজাহান সিরাজুল ইসলামের জন্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ বিষয়ে মৃত শাহাজাহান সিরাজের বড় ছেলে প্রবাসী বাবুল রহমান সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছে যাতে তার বাবার হত্যাকারীদের আইনের আওতায় এনে হত্যার সঠিক বিচার করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।