মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফুলবাড়ী থানার ঢাকা মোড়ে তল্লাশী চেকপোস্ট স্থাপন করে একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাক থেকে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জনকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে।
গ্রেফতার আসামীরা হলেন ১। শ্রী মিলন চন্দ্র (২৪), পিতা-শ্রী গনেশ চন্দ্র, সাং-পাতলশা সরকার পাড়া, ২। মোঃ মাসুদ রানা (১৯), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-বড়াইপুর (মোল্লাপাড়া), উভয়ের থানা-সদর, জেলা-দিনাজপুর।
গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ জানতে পারে যে, দিনাজপুর সদর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রয়েছে। ফুলবাড়ী থানার ঢাকা মোড়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করে এবং ট্রাকটি তল্লাশি করে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে ফুলবাড়ী থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ফেন্সিডিলগুলো বিক্রয়ের উদ্দেশে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রয় করবে। গ্রেফতার আসামীরা দীর্ঘদিন যাবত মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহণে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে আসছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।