মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে সাব- রেজিস্ট্রারের অবসর গ্রহণ ও বদলি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি'২৫) দুপুরে দিনাজপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে কাহারোল উপজেলা সাব-রেজিস্ট্রার অশোক কুমার বসাক-এর অবসর গ্রহণ ও চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রার এইচ. এম. মিরাজ সৌরভ-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মোঃ সাজেদুল হক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরগ্রহণকৃত কাহারোল উপজেলা সাব-রেজিস্ট্রার অশোক কুমার বসাক, দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ, বিরল উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ সফি আকরামুজ্জামান, বোচাগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন, কাহারোল উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ সফি আকরামুজ্জামান (খন্ডকালীন), বীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার দেবদ্যুতী রায়, খানসামা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান, চিরিরবন্দর উপজেলা সাব- রেজিস্ট্রার মোঃ মনসুর আলী (খন্ডকালীন), পার্বতীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মনসুর আলী, ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ আরিফুর রহমান, বিরামপুর উপজেলা সাব-রেজিস্ট্রার হিমেল বাহার শুভ, নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার শাকিব রায়হান শরীফ (খন্ডকালীন), ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার কামরুন নাহার ও হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রার শাকিব রায়হান শরীফ।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে ছুটি না পাওয়ার কারণে বদলিজনিত বিদায়ী
এইচ.এম মিরাজ সৌরভ চিরিরবন্দর উপজেলা সাব রেজিস্ট্রার অনুপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।