
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
ঠাণ্ডা হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলা দিনাজপুরে। প্রচণ্ড শীতে অসহায় ও দুস্থ মানুষ কাহিল হয়ে পড়েছে । এই শীত নিবারণের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে একটি শীতের কম্বল ও শীতবস্ত্র।
এই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ ডিসেম্বর -২০২৫ বুধবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ১০ নম্বর কমলপুর ইউনিয়নের প্রত্যন্ত অজপাড়া গ্রামের ৫০টি আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।














