মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে (২ জানুয়ারি-২০২৫ খ্রি.) বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দিনাজপুরের জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, 'সারাদেশে ৫৭ লক্ষ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ৬ লক্ষ যুক্ত হবে। আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এখন বাজারে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। খুব শীঘ্রই তেল ,চিনি, আটাসহ সব দ্রব্যমূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এজন্য আমি দেশের প্রতিটি জেলাতে যাচ্ছি।
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল পিএসসি, নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ১৩ উপজেলা ও পৌর সভার সকল উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক, ১৩ উপজেলার সকল টিসিবির ডিলার, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।