মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেছেন, 'তৃণমূল পর্যায়ে দরিদ্র, অসহায় ব্যক্তিদের পাশে এনজিও ফাউন্ডেশন যে সহযোগিতা দিয়ে যাচ্ছে তা একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। যারা ছাগল পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি- আপনারা এই ছাগলটিকে যত্ন নিয়ে লালন-পালন করলে এ থেকে আরও ১০টি ছাগল হবে। তা দিয়ে আপনারা অর্থনৈতিকভাবে সাবলম্বী হবেন।'
১৯ জানুয়ারি সোমবার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামে সেলভ ইনিসিয়েটিভ ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসআইডিপি) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা’র আর্থিক সহযোগিতায় ৭জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ২ জনকে ক্রেচ, ১ জনকে সাদা ছড়ি ও ৬ জনকে ২টি করে মোট ১২টি ছাগল বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সমাজ উন্নয়ন প্রশিক্ষক কেন্দ্র (এসইউপিকে)’র নির্বাহী পরিচালক ও এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসআইডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান, ইউপি সদস্য মোছাঃ রুমানা পারভীন ও সদস্য নাহিদ পারভেজ।
প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার তমালিকা পাল উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার, ইসক্রেচ, সাদা ছড়ি ও ছাগল বিতরণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।