রংপুর ব্যুরো :
দিনাজপুর সদর উপজেলায় কালীপূজা উপলক্ষে জুয়া খেলাকে কেন্দ্র করে সং'ঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উত্তর গোবিন্দপুরের শ্মশান কালীমন্দিরে এই সং'ঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।আটকরা হলেন রকি, বেলাল, তুষার ও রাশেদ।
জানা গেছে, সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সদস্য জীবন কুমার রায়ের নির্দেশে স্থানীয় সবুজ রায় ও কালী রায় উত্তর গোবিন্দপুর শ্মশান কালীমন্দিরে জুয়ার আসর বসান। বিষয়টি জানতে পেরে বড়ইল গ্রামের মো. রাজু তাদের কাছে পাঁচ হাজার টাকা চাঁ'দা দাবি করেন। পরে রাজু ৮-১০ জনকে নিয়ে মন্দিরে গেলে দুই পক্ষের মধ্যে সং'ঘর্ষ শুরু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘সং'ঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।