মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজীব দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেছেন।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় দোকানি, পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে এই লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪)
বিকেল ৪টায় ক্যাম্পাসের আশপাশের এলাকায় জেলা ছাত্রদল, হাবিপ্রবি ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন রিসালাত ইসলাম সজীব।
এছাড়াও, তিনি সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও দোকানিদের কাছে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রিসালাত ইসলাম সজীব স্থানীয় দোকানি ও পথচারীদের সাথে কথা বলেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। তিনি আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র হবে, জনগণ রাষ্ট্রের পক্ষ থেকে কেমন সুবিধা পাবে তা সংক্ষিপ্তভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
লিফলেট বিতরণের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিরুল ইসলাম তুহিন, দিনাজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ নয়ন, ছাত্রদল হাবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সুমন, ছাত্রনেতা রনি, আজমির, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিলন ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ ফারুক, মোঃ আব্দুল্লাহ, দিনাজপুর পৌর ছাত্রদল নেতা মোঃ রাহিক সরকার,
জেলা যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক সাবেক ছাত্র নেতা মোঃ নুর আলম সোহেল, জেলা শ্রমিকদল নেতা মোঃ আব্দুর মজিদ মিয়া, যুবদল নেতা ডাঃ মোঃ আলম, আল আমিন, ছাত্র নেতা আকতার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সঞ্জয় কুমার গুপ্তসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।