এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা:
দিঘলিয়া উপজেলার সেনহাটি কেসিআই ক্লাব সংলগ্ন সাগর জুট স্পিনিং মিলস্ স্টাফ কোয়ার্টার থেকে মিলের প্রকৌশলী জয়তুন মজুমদার (২৪) এর মরদেহ ১৬ অক্টোবর (বুধবার) বেলা ১২ টায় উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তম মজুমদারের পুত্র জয়তুন মজুমদার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অবস্থিত সাগর জুট স্পিনিং মিলে উপ-পরিচালক হিসেবে প্রায় ৪ মাস আগে চাকুরিতে যোগদান করেন । তিনি সাগর জুট মিলের নিজস্ব স্টাফ কোয়ার্টারের নিচ তলার একটা কক্ষে থাকতেন ।
গত ১৪অক্টোবর সোমবার থেকে তার স্বজনরা মোবাইলে সংযোগ করতে না পেরে খোঁজ নিতে ঘটনাস্থলে আসেন। বাইরে থেকে কক্ষটির দরজা বন্ধ থাকায় তারা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় প্রকৌশলী জয়তুনের মরদেহ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
কোয়ার্টারের বাবুর্চি ঝর্ণা বেগম জানান, 'তিনি কক্ষে একাই থাকতেন কীভাবে মারা গেছে বলতে পারি না।'
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, 'ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এ ব্যাপারে দিঘলিয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।