এস.এম.শামীম, দিঘলিয়া (খুলনা):
দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মো. কামাল শেখের জ্যেষ্ঠ পু্ত্র ভ্যানচালক সাকিব শেখ (১৯) হ'ত্যার ধৃত আসামী জনি শেখ ও আসাদুল শেখের ফাঁ'সির দাবিতে স্থানীয় পথেরবাজার বটতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা ভ্যানশ্রমিক ইউনিয়ন ও গ্রামবাসীর আয়োজনে সাকিব হ'ত্যার সাথে জড়িত জনি শেখ ও আসাদুল শেখের ফাঁ'সি চাই, ফাঁ'সি চাই শ্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা ভ্যানশ্রমিক ইউনিয়নের সভাপতি মোল্লা মাহমুদুর রহমান মিঠু। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সন্তানহারা পিতা মো. কামাল শেখ। উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অধ্যাপক মুনিবুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আ. রকিব মল্লিক, দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সেনহাটি ইউপি সদস্য আসাদুজ্জামান, ছাত্রদল নেতা আতিকুজ্জামান অপু, আবিদ আজাদ, আওয়ামী লীগ নেতা এস এম গোলাম রহমান, আসাদুজ্জামান খামারী, মোহাম্মদ আলী মিন্টু, খান মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ আব্দুল কাদের জনি, সেনহাটি ইউপি সদস্য রিপন মোড়ল, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, পথেরবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ডালিম, দিঘলিয়া উপজেলা ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন, বি এম আতিকুল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিকগণ নি'হত সাকিবের বাড়িতে উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের স্বজনরা সাকিবের অকাল জীবনাবসানে শোকে মোহ্যমান ছিলেন।
সাকিবের পিতা কামাল শেখ, মাতা মঞ্জু বেগম এ সময় সাংবাদিকদের জানান, 'আমরা আমাদের হারানো সম্পদ আর ফিরে পাবো না। কিন্তু খু'নিরা আমার পুত্র সাকিবকে গলায় ফাঁ'স দিয়ে শ্বা'সরুদ্ধ করে হ'ত্যা করেছে। আমরা চাই আমাদের পুত্রের ঘা'তকদেরও ফাঁ'সিতে ঝু'লিয়ে মারা হোক।'
নি'হত সাকিবের পরিবারের সদস্যরা সাকিব হ'ত্যার সাথে জড়িত সকল আসামীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর শুক্রবার ভ্যানে করে মালামাল আনার কথা বলে ভ্যানচালক শাকিবের ভ্যান ভাড়া নেয় আসামি জনি শেখ ও আসাদুল শেখ। এরপর হ'ত্যাকারীরা শাকিবের গলায় গামছা পেঁচিয়ে হ'ত্যা করে তার ভ্যান এবং সঙ্গে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। ৭ অক্টোবর পুলিশ আসামিদের আটক করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।