এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা প্রতিনিধি:
দিঘলিয়ার ঐতিহ্যবাহী পথের বাজারে জমিজমা নিয়ে পূর্ব কলহের জের ধরে ২০ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে একদল দু'ষ্কৃতকারী বাজারের ১০ টি দোকান ভাঙ্চুর করে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে নৌবাহিনীর টহল টিমের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৬ জনকে গ্রেপ্তার করে। পরে নৌবাহিনীর টিম আটক ৬ জনকে দিঘলিয়া থানায় হস্তান্তর করে।
দিঘলিয়া থানায় মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব কলহের জের ধরে এ ঘটনা ঘটে। সেনহাটি ইউনিয়ন এর হাজিগ্রাম এলাকার বাসিন্দা আ: ওহাব শেখ, জুয়েল শেখ ও সোহাগ শেখ এর নেতৃত্বে ৪০/৫০ জন দেশীয় অ'স্ত্র, রা'মদা, চা'ইনিজ কু'ড়াল, শাবল ও লা'ঠিসোটা নিয়ে ১০ টি দোকান ভাঙ্চুর ও দোকানের মালামালের ক্ষতিসাধন করে। এসময় দোকান মালিকগণ বাধা দিতে গেলে তাদেরকে গা'লিগালাজ করে ও প্রা'ণনাশের হু'মকি প্রদর্শন করে । এ ঘটনায় আটক ৬ জন হলো ১. আ:ওহাব শেখ (৬০), ২. জুয়েল শেখ (৩৩) ৩. সেলিম শেখ (২৬) ৪. সোহাগ শেখ (৩৫) ৫. কবির শেখ (২২ ) এবং ৬. এনামুল শেখ (৪০)। এ ঘটনায় আব্দুল আহাদ শেখ (২৮) বাদি হয়ে দিঘলিয়া থানায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/২৫ জন কে আসামী করে ১৪৩/৩২৩/৩৫৪/ ৪২৭/ ৩৮০/৫০৬/১১৪/ধারায় একটি মামলা দায়ের করেন মামলা নং- ০৫ তাং-২০/১০/ ২৪ ইং।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।