ক্রাইম পেট্রোল ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুয়া পুলিশ সদস্য পরিচয়দানকারী মো. সাগর বিশ্বাস (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দামুড়হুদা থানাধীন দশমীপাড়া গ্রামস্থ মোঃ শামীম মেহবুব এর বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা এর নির্দেশে এস,আই মোঃ তৌহিদুর রহমান শেখ সঙ্গীয় এএসআই কার্তিক কুমার বসু, এএসআই মোঃ মসলেম উদ্দিন দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্স রাত্র সাড়ে ৯ ঘটিকায় দামুড়হুদা থানাধীন দশমীপাড়া গ্রামস্থ মোঃ শামীম মেহবুব এর বাড়ীর সামনে থেকে ভুয়া পুলিশ পরিচয়দানকারী আসামী মোঃ সাগর বিশ্বাস (৩০), পিং-রবিউল ইসলাম, সাং-কেদারগঞ্জ, থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে ধৃত করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি কালে তার নিকট থেকে ১৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৯, তাং-১৩/০৩/২০২১ তারিখ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ক্রমিক নং-১৯(ক)/৪১ তৎসহ ১৭০/৪১৯ পেনাল কোড রুজু করত: আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি মো. আঃ খালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।