প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
দাউদকান্দি মডেল থানার অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার


দাউদকান্দি প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দিতে দুই মাদকবিক্রেতাকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(২৫এপ্রিল) দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিছ ইয়াবা, ৯২ বোতল ফেনসিডিল এবং ১২ ক্যান কিংফিশার বিয়ার পাওয়া যায়।
আটককৃতরা হলো কুমিল্লা কোতোয়ালী থানার শাসনগাছা মহাজনবাড়ীর এনামুল হক ভূঁইয়ার ছেলে আশিকুর রহমান ভূঁইয়া(৩২) এবং সাতরা এলাকার ফজলুল হকের ছেলে রমজান প্রকাশ রানা(৩১)।
দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিনয়র এএসপি (দাউদকান্দি সার্কেল) মো, জুয়েল রানার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই রাজিব কুমার সাহা এবং এএসআই ইয়াছিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করে। আটক দু'জনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
দাউদকান্দি মডেল থানায় আসামীদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube