প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২১, ৮:১৩ অপরাহ্ণ
দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৬ মেয়রপ্রার্থী ও ৫৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
আনন্দমুখর পরিবেশে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে রিটার্নিং অফিসার কামরুল ইসলাম খান -এর নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌরমেয়র নাইম ইউসুফ সেইনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী, সাবেক সভাপতি আবুল হাসেম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন ভূঁইয়া এবং মেয়রের ছোট ভাই রেইন।।
এর আগে বিএনপি মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা। মেয়র প্রার্থী হিসেবে আরও মনোনয়নপত্র জমা দেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, তাসলিমা চৌধুরী সিমিন, সাবেক ছাত্র নেতা আবু মুছা এবং গোলাম মহিউদ্দিন মাহমুদ।।এছাড়া ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন তাদের মনোনয়নপত্র জমা দেন।।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ জানুয়ারি এবং প্রত্যাহার ২৬ জানুয়ারি।
চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube