কামরুল হক চৌধুরী :>>
কুমিল্লার দাউদকান্দি- চান্দিনা এএসপি'র নেতৃত্বে মঙ্গলবার রাত ৩টায় ৬ হাজার পিস ই'য়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা দাউদকান্দি-চান্দিনা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.ফয়েজ ইকবাল এর নেতৃত্বে স্পেশাল ডিউটির সময় দাউদকান্দি মডেল থানা পুলিশ বলদাখাল বিআরটিসি বাস টার্মিনাল এর সামনে থেকে ঢাকামুখী একটি সিলভার রংঙের নোহা মাইক্রোবাসকে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-৫১-৬৬০৮) সন্দেহবশত তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেন। এতদসঙ্গে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা।
গ্রেফতারকৃতরা হলো—গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরুন গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুন(৩০), নরসিংদী জেলার শিবপুর থানার কালুয়াকান্দা গ্রামের মৃত আবুল হারিছের ছেলে আকরামুল(৩২), নড়াইল জেলা সদরের কামালপ্রতাপ গ্রামের জাহিদুল ইসলাম এর ছেলে মো.আব্দুল্লাহ(৩২) ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার ছায়াবীথি গ্রামের সারোয়ারের মেয়ে সোনিয়া আক্তার(২৭)।
গ্রেফতারকৃততের বিরুদ্ধে বুধবার দুপুরে মা'দক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।