দাউদকান্দি প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে এইচএসসিতে ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে বরকোটা স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও ভর্তি উপজেলা-মফস্বল পর্যায়ে ১৫০০ টাকা করে নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কলেজ সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তিতে উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি ফি হিসেবে ৪৩০০/= (চার হাজার তিন শত টাকা) টাকা করে গ্রহণ করা হচ্ছে।
ভর্তীচ্ছু শিক্ষার্থী রাসেলের অভিভাবক বলেন, বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে ৪৩০০ টাকা নেওয়া হচ্ছে। এতে অভিভাবক হিসেবে হিমশিম খেতে হচ্ছে।
মোছা. নাছিমা নামে এক অভিভাবক বলেন, বরকোটা কলেজে ভর্তি ফি বেশি হওয়ার কারণে এখনও আমার সন্তানকে ভর্তি করাতে পারি নি।
মোঃশামীম নামে এক অভিভাবক বলেন- বরকোটা স্কুল এন্ড কলেজে ৪৩০০ টাকা দিয়ে আমার সন্তানকে ভর্তি করিয়েছি।
একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী নেহাল আহম্মেদ বলেন, ৪৩০০ টাকা দিয়ে ভর্তি হয়েছি কিন্তু কলেজ থেকে আমাদের কোন রশিদ দেওয়া হয়নি।
কেন দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ বলেছেন মোবাইলে মেসেজ চলে যাবে। কিন্তু এখনও মোবাইলে কোন মেসেজ আসেনি।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন অতিরিক্ত ফি আদায়ের কথা অস্বীকার করে বলেন, সরকার নির্ধারিত ১৫০০ টাকার অতিরিক্ত কোন টাকা নিচ্ছি না।
অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি যা সিদ্ধান্ত দেয়, আমরা সেই অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত ফি আদায়ের কোন সুযোগ নেই। এবিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে সরকার নির্ধারিত ফি উপজেলা পর্যায়ে ১৫০০ টাকার চাইতে অতিরিক্ত ফি মানে ৪,৩০০টাকা করে নাকি নেওয়া হচ্ছে। কেন সরকার নির্ধারিত ফি'য়ের চাইতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা আমরা লিখিতভাবে বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজ কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছি। একইসাথে সরকার নির্ধারিত ১৫০০ টাকার অতিরিক্ত যে টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার জন্যে নির্দেশও প্রদান করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।