
দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লায় দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কানাচুয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো: কবির হোসেন এবং সৌরভ হোসেনের আর্থিক সহযোগিতায় কানাচুয়া গ্রামে দুস্থ-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
নাজমুল হাসানের তত্ত্বাবধানে ইউসুকা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় দুইশতাধিক পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া, কবির বেপারি, শাহজাহান মিয়া, খোকন মিয়া এবং ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন প্রধান প্রমুখ।
মালয়েশিয়া প্রবাসী কবির হোসেনের ভাই বাবুল মিয়া জানান, প্রতিবছরই তারা এভাবে অসহায় লোকদেরকে সহযোগিতা করে আসছেন।
ইউপি চেয়ারম্যান মঈন চৌধুরী বলেন, প্রবাসে থেকেও তারা দেশের মানুষের জন্য সহায়তা করে যাচ্ছেন। এজন্য তাদেরকে সাধুবাদ জানাই। তাদের জন্য দোয়া করি, তাদের এই কর্মকাণ্ড যেনো আরও প্রসারিত করতে পারে।।