প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২০, ৮:০৬ অপরাহ্ণ
দাউদকান্দির ইলিয়টগঞ্জে জঙ্গিবাদ- মৌলবাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত


কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুলের নির্দেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।।
এসময় বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোসলেহ উদ্দিন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজালাল খন্দকার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য জি.এস সুমন সরকার, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক এবং দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সালেহ আহমেদ মিয়াজি প্রমুখ।
বক্তারা এসময় বলেন, বঙ্গবন্ধুর এ বাংলায় জঙ্গীবাদ ও মৌলবাদের কোন স্থান নেই। তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube