কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপেরচর গ্রামের মনির হোসেন মিয়ার ছেলে হোসেন মিয়া। জমি-জমা, ভিটেমাটি কিছুই নেই তার। পরিবার নিয়ে রাস্তার পাশে থাকেন পরের জায়গায় ও পরের ভাঙ্গা ঘরে। তার স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে এবং বৃদ্ধ মা-বাবাসহ মোট ৯ সদস্যের পরিবার।
গত ৪ মাস আগে তার বড় ছেলে সাজ্জাদ হোসেনের মেরুদণ্ড ভেঙ্গে গেছে ট্রেন দুর্ঘটনায়। তখন এলাকাবাসীর সাহায্য- সহযোগিতা নিয়ে প্রায় ৩ লাখ টাকা খরচ করে ২টি অপারেশন করিয়েছেন। কিছুদিন আগে আরেক দুর্ঘটনায় তার স্ত্রী রোকেয়া বেগমের ডান হাত ভেঙ্গে গেছে। হোসেন মিয়া পড়ে গেছেন এক মহা সংকটে।
বিষয়টি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের নজরে আসলে তিনি হোসেন মিয়াকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং একটি ইঞ্জিনচালিত নৌকা কিনে দেন। এই নৌকাই এখন তাদের বেঁচে থাকার অবলম্বন। দিনরাত নৌকা চালিয়ে যা আয় হয় তা দিয়েই এখন এই অসহায় পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছে।
হোসেন মিয়ার ঘর পাওয়ার বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, এই পরিবারটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে। আসলেই ওই পরিবারটি একটা সংকটের মধ্যে পড়ে গেছে। আমি তাকে একটি নৌকা কিনে দিয়েছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় হোসেন মিয়াকে ২ শতক ভূমিসহ ১টি সেমিপাকা ঘরও করে দেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।