প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২১, ৯:১১ অপরাহ্ণ
দাউদকান্দিতে সার্কেল এ এস পি’র নেতৃত্বে অস্ত্রসহ ২ জলদস্যু আটক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দির গোমতী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমতী নদীতে দাউদকান্দি সার্কেল এ এস পি মোঃ জুয়েল রানার নেতৃত্বে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি টিম অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করে। তাদের কাছ থেকে ডাকাতি করার কাজে ব্যবহৃত দ্রুতগামী নৌকা উদ্ধার করে নৌকার ভিতর থেকে বিশাল আকারের একটি তলোয়ার, একটি ডেগার, ৩ টি রাম দা, ১টি সুইচ গিয়ার উদ্ধার করে। আটককৃত ২ জলদস্যু হচ্ছে মোঃ বাহার (৩৫), পিতাঃ ফজর আলী, সাং শোলাকান্দি, থানাঃ তিতাস এবং মোসলেম উদ্দিন (৩৬), পিতাঃ আঃ লতিফ, সাং দড়িকান্দি, থানাঃ তিতাস, কুমিল্লা। অপর জলদস্যুরা অস্ত্র ফেলে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube