প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২১, ৯:০৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে সার্কেল এএসপি’র নেতৃত্বে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজার চালানসহ আটক-২

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে আজ ২৫ আগস্ট ভোর ৬টায় কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)এর দিক নির্দেশনায় দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি থানার একদল পুলিশ দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ কেজি(আড়াইমণ) গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন, নুরে আলম (২৫) পিতাঃ এখলাস মিয়া, সাং- পুরাতন চোয়ারা, থানাঃ সদর দক্ষিণ, কুমিল্লা এবং নুর হোসেন (২৪) পিতাঃ আবু হাশেম সাং- সুস্বাদ, থানাঃ শাহরাস্হি জেলাঃ চাঁদপুর। সেইসাথে তাদের বহনকারী একটি প্রাইভেট গাড়ী যার রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো-ঘ-১৫-২৮১৩) জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এবং এসআই হারিসুল ইসলাম।
এ বিষয়ে এএসপি মো. জুয়েল রানা বলেন, এসপি স্যারের কঠোর নির্দেশ মাদক ও মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় দেওয়া হবে না। এই মাদক ব্যবসায়ীরা দেশের নিকৃষ্টতম শত্রু। এরা যুব সমাজকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে দিতে চায়। বাংলাদেশ পুলিশ তা কখনো হতে দিবে না। এই বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত মূল হোতাদেরও ধরা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি আমাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube