প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২১, ৮:২১ অপরাহ্ণ
দাউদকান্দিতে সাবেক মন্ত্রী রশীদ ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী পালিত


কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
আজ ২০ জানুয়ারি সাবেক মন্ত্রী এবং চার বারের নির্বাচিত এমপি জননেতা আবদুর রশীদ ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ২০০৬ সালের ২০ জানুয়ারি ৬৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর নসরুদ্দী গ্রামে ১৯৩৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চুনু মিয়া বেপারী।
রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, নির্ভীক এবং ব্যতিক্রমী একজন নেতা। জনকল্যাণে রাজনীতি করে তিনি বাড়ি গাড়ি, জমা-জমি প্রায় সবই বিক্রি করে দিয়েছিলেন। হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের কাছের মানুষ "রশীদ ভাই"। ওনার মতো জনপ্রিয় মানুষ অদ্যাবধি কোন নেতা দাউদকান্দিতে হয়ে উঠতে পারেননি।
দুঃখের বিষয় হচ্ছে - সেই নেতার মৃত্যুবার্ষিকী পালনে আজ দাউদকান্দিতে নেই কোন আনুষ্ঠানিকতা। পারিবারিকভাবে তার গ্রামের বাড়িতেই শুধু দোয়ার আয়োজন করা হয়েছে।
তার ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দুঃখ প্রকাশ করে বলেন - রশীদ ভাই মন্ত্রী থাকা অবস্থায় দুটি কলেজ ,একটি হাইস্কুল সরকারিকরণ করা হয়েছে। রাস্তা ঘাট, পুল কার্লভাটসহ সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে কিন্তু আজ এই মহান নেতাকে আমরা সঠিক মূল্যায়ন করতে পারিনি- এই লজ্জা আমার এবং আমাদের।
তার তিন মেয়ে এবং দুইছেলে রয়েছেন। মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে আছে। আর রাজনীতিতে নিরুৎসাহী ছেলে- ইন্জিনিয়ার রাশেদ আমেরিকায় বসবাস করছেন এবং সামিউর রশীদ রিশাদ দেশেই ঢাকাতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube