কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দিতে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোক্তার হোসেন এর উপর স'ন্ত্রাসী হা'মলা হয়েছে। এ সময় স'ন্ত্রাসীরা তাকে এলোপাথারি পি'টিয়ে মা'রাত্মক জখম করে।
আজ সোমবার (১৬ মে) দুপুর আনুমানিক ৩টার সময় দাউদকান্দি উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল গেইটের সামনে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। হামলার পর স'ন্ত্রাসীরা পালিয়ে যায়। মনে করা হচ্ছে- সংবাদ প্রকাশের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।
সাংবাদিক মোক্তার হোসেনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এ্যাপেলো প্লাস হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গৌরীপুর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। তারা সাংবাদিকের উপর ব'র্বরোচিত এ হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি হা'মলায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেন।
খবর পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল হাসপাতালে তাকে দেখতে আসেন।
তিনি বলেন, এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক সিসি ক্যামেরার ফুটেজ দেখে হা'মলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী গুরুতর আহত হওয়া সাংবাদিক মোক্তার হোসেন কে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন এবং তার সকল চিকিৎসার দায়িত্ব নেন। তিনি এ হামলার ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।