ক্রাইম পেট্রোল ডেস্ক>>
কুমিল্লার দাউদকান্দিতে ক্রাইম পেট্রোল২৪.কম পত্রিকায় বিভিন্ন অনিয়ম ও দু-র্নী-তির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুল হক চৌধুরীকে দেখে নেওয়ার হু-ম-কি দিয়েছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম।এ ঘটনায় ডা. শহীদুল ইসলামের বিরুদ্ধে জিডি করেছেন সাংবাদিক কামরুল হক চৌধুরী।
গতকাল ১১ডিসেম্বর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলামের অনিয়ম- দু-র্নী-তি এবং তার ওএসডি/বদলী সংক্রান্ত তথ্য জানতে তার কক্ষে গেলে দি ডেইলি অবজারভার এর প্রতিনিধি এবং ক্রাইম পেট্রোল ২৪.কম পত্রিকার বিশেষ প্রতিনিধি কামরুল হক চৌধুরী কে ডা. শহীদুল হুমকি প্রদান করেন। এসময় আজকের পত্রিকার প্রতিনিধি আনিস খান এবং ডেন্টাল সার্জন ডা. পারভেজ হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সাংবাদিক কামরুল হক চৌধুরী গতকল্য একটি জিডি ডাক্তার শহীদুল ইসলামের বিরুদ্ধে করেছেন। জিডি নং ২৫৯ তারিখ: ১১/১২/২০২১ ইং। আজ রোববার ওই হাসপাতালে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিক কামরুল হক চৌধুরী জানান, গত ২৫/১১/২০২১ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডা. শহীদুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকায় ওএসডি এবং প্রোগ্রাম ম্যানেজার-২ করা হয়। ওই রিপোর্ট স্থানীয় অন্য কোনো সাংবাদিক না করলেও আমি করেছিলাম। তাই ডাক্তার সাহেব আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমাকে তার সর্বশক্তি ও মেধা দিয়ে দেখে নেবার হুমকি দেন। পরে আমি তার বিরুদ্ধে একটি জিডি করেছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।