কামরুল হক চৌধুরী:দাউদকান্দি॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ার গ্রামের রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী৷
সোমবার(১০ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এলাকাবাসীরা জানান,ভরাটকৃত খালটি পুনরায় খনন না করে জনস্বার্থে রাস্তা বহাল রাখা ও ড্রেন নির্মাণের দাবি জানান তারা৷
গ্রামবাসীরা আরো জানান,উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধার্থে রাস্তাটি পাকাকরণ ও ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেন৷ এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগকে গ্রামের অধিকাংশ মানুষ সাধুবাদ জানান৷ কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প বন্ধ করে সরকারি উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি করতে বারোমাসী মৈত্রী মৎস্য চাষ প্রকল্পকে কৃষি জমি দেখিয়ে রাস্তাটিকে পুনরায় খাল খনন করার পাঁয়তারা করছে।
এদিকে কুশিয়ারা গ্রামবাসীর পক্ষে খালেক মোল্লা, হাবিবুর রহমান, মহিবুর রহমান ভূঁইয়া ও বিল্লাল হোসেন জানান, 'দীর্ঘদিন যাবত কুশিয়ারা গ্রামবাসী ও কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে রাস্তা বহাল ও ড্রেনটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে প্রায় একশত জনের গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত আবেদন দাখিল করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক কুমিল্লার বরাবরে৷'
গ্রামবাসীরা আরো জানান, দ্রুত রাস্তা ও ড্রেনটি নির্মাণ করা নাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।