প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২১, ১০:৩৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে বেদখলকৃত বলদাখাল পুনরুদ্ধার কাজের উদ্বোধন করলেন সুবিদ অলী ভূঁইয়া এমপি

কামরুল হক চৌধুরী,দাউদকান্দি (কুমিল্লা)>>
প্রায় ৩০ বছর ধরে বেদখল থাকা দাউদকান্দির ঐতিহ্যবাহী বলদাখাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৯ মার্চ দুপুরে ফিতা কেটে এ কাজের উদ্বোধন করেন কুমিল্লা-১ আসনের সংসদসদস্য মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এমপি সুবিদ আলী ভূঁইয়া বলেন, দাউদকান্দিতে জনদুর্ভোগ কমাতে সকল ধরণের বেদখলকৃত সরকারি খাল পুকুর ডোবা পুনরুদ্ধারে যথোপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বলদাখাল দাউদকান্দির পানি নিষ্কাশন এবং সুপেয় পানি প্রবাহের অন্যতম একটি মাধ্যম ছিল। সময়ের বিবর্তনে আজ এটি বিভিন্ন ব্যক্তি ও মহলের দখলে চলে গেছে। এখন এটি পুনরুদ্ধারের মাধ্যমে এলাকাবাসীকে একটি দৃষ্টিনন্দন পর্যটন স্থান হিসেবে উপহার দেওয়া হবে। দাউদকান্দিবাসীর জন্য এটি হবে মুজিব শতবর্ষের বিশেষ উপহার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube