রকিব সরকার, দাউদকান্দি প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর বাজার সংলগ্ন এলাকা থেকে ৪০০ বোতল ফে'ন্সিডিলসহ পিক-আপের চালক ও হেলপারকে কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি-চান্দিনা সার্কেল এএসপি মো. ফয়েজ ইকবালের নির্দেশনায় ১৬ ফেব্রুয়ারি ( বুধবার ) সকাল ৭ টারদিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর বাজার মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপ ঢাকা মেট্রো- ন-১৯- ১৭২২ থেকে মোঃ রফিকুল ইসলাম ( ৫২ ) ও মোঃ ইমাম হোসেন (৩৫) নামের স'ন্দেহভাজন দুইজনকে আটক করে। পিকআপ ভ্যান তল্লাশি করে দুইটি নীল রঙের ড্রাম থেকে ৪০০ বোতল ফে'ন্সিডিলসহ তাদের গ্রেফতার করেন সাব-ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামের সিরাজ মেম্বারের বাড়ীর মৃত আব্দুর রহমানের পুত্র এবং
একই গ্রামের মৃত আবুল কালামের পুত্র হলেন মোঃ ইমাম হোসেন ।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামিদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।