প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২১, ৯:৫৭ অপরাহ্ণ
দাউদকান্দিতে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিবাদ
দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবু কে) একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডা: শাহীনুর আলম সুমন।
আজ সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহীনুর আলম সুমন বলেন, হাসপাতালে আমার উন্নয়নমূলক কাজেকর্মে ঈর্ষান্নিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালিয়ে আসছে। আমি ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, আশা করি এই অপপ্রচারে যারা জড়িত তারা শীঘ্রই আইনের আওতায় চলে আসবে।
তিনি আরও জানান, যেই ভিডিও ফুটেজটি আপলোড করা হয়েছে সেটি গত ফেব্রুয়ারি মাসে গোপনে করা হয়েছে। তার ভাষায় সেটি ছিলো পল্লী চিকিৎসকদের ট্রের্নিং শেষে আপ্যায়ন বাবদ অনুদান গ্রহণের চিত্র। পরে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়নি এবং সকলের টাকা ফেরৎ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আবাসিক চিকিৎসক ডা: হাবিবুর রহমান, ডা: ফাবলিনা নওশিন, মহসিন মিয়া, এম এস সাহা সুমন, ইকবাল হোসেন, শাহ আলম প্রধান এবং হারুন অর রশিদ প্রমুখ।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube