প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২১, ৮:১১ অপরাহ্ণ
দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন


কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুরুল হক- এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহনওয়াজ ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ঢালী, মোশাররফ হোসেন, শাহজাহান খাঁন এবং দাতা সদস্য মুক্তিযুদ্ধা জহিরুল হক ভূইয়া প্রমুখ।
ন্যাক্কারজনক এ হামলার হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোড়ালো দাবি জানানো হয়।
জানা যায়, বিদ্যালয়ের অফিস সহকারী বিল্লাল হোসেনকে টাকা আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন মামলার কারণে সাময়িক বরখাস্ত করার পর সে নানাভাবে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে আসছে।
বিল্লাল হোসেনেকে চাকরিতে বহাল না করায় সে-ই কাউকে দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে বক্তারা সন্দেহ করছেন।
প্রসঙ্গত, হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হকের গতকাল বুধবার সকালে উপজেলার পুটিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক বর্তমানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube