প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ
দাউদকান্দিতে নিখোঁজ সাইফুলকে ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
![]()

কামরুল হক চৌধুরী:>>
নয়দিন যাবৎ নিখোঁজ হওয়া ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধারের দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যাণ্ডে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার পরিবার ও এলাকাবাসী। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তাদের বুঝিয়ে নিবৃত্ত করেন।
মানববন্ধনে সাইফুলের একমাত্র সন্তানকে কোলে নিয়ে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তার মা, বোন এবং ভাই জহিরুলের এখন একটাই দাবি সাইফুলকে ফিরে পাওয়া।
সাইফুল (৩০) পেন্নাই গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে। গত ২৪ সেপ্টেম্বর গৌরীপুর বাসস্ট্যাণ্ড হতে চারজন লোক সাইফুল ইসলামকে কালো রঙের টিআরএক্স মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় তার সঙ্গে ছিলেন তার একবন্ধু মফিজ প্রধান। গাড়ি দ্রুতবেগে চলে যাওয়ায় মফিজ প্রধান গাড়ীর নাম্বারটিও মনে রাখতে পারেননি।
এবিষয়ে নিখোঁজের পরদিন ২৫ সেপ্টেম্বর দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube