কামরুল হক চৌধুরী : কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার সকালে পাঁচ দিনব্যাপী ডিজিটাল জন্ম-মৃত্যুর নোটিফিকেশন পদ্ধতি এবং মৃত্যুর কারণ নির্ণয়ে এক অবিহিতকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।এতে স্বাগত বক্তব্য প্রদান এবং কার্যক্রমটি উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীনূর আলম সুমন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইউ,এইচ এন্ড এফ,পি,ও ডাঃ মোহাম্মদ শাহীনূর আলম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আদনান খান এবং মিসেস শারমিন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবাসিক চিকিৎসক ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ বদরুল হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার, মাসুদ আলম, নূর-এ- আলম ভূঁইয়া, মামুনুর রশিদ, নুরুল ইসলাম, মনির হোসেন তালুকদার, জসিমউদদীন প্রধান, খোরশেদ আলম এবং মুজিবুর রহমান মুজিব প্রমুখ।। তৃণমূল পর্যায়ের সকল জন্ম-মৃত্যুর পরিসংখ্যান সেন্ট্রাল ডেটাবেজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এই কার্যক্রমটি শুরু করা হয়েছে। উক্ত বিষয়ের ওপর এটিই চট্টগ্রাম বিভাগের একমাত্র অবহিতকরণ সভা। পর্যায়ক্রমে সকল জেলা উপজেলায় এটি সম্প্রসারিত করা হবে বলে বক্তারা জানান। এথিকস এডভান্স টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শেখ ফরিদ উদ্দিন এমটি-ইপিআই এবং মূল প্রবন্ধ পাঠ করেন- ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।