কামরুল হক চৌধুরী:>>
শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় ডিকে হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ শয্যা বিশিষ্ট বেসরকারি ডিকে হাসপাতালের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস মাহমুদা ভূইয়া, প্রফেসর ডাঃ একেএম মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন, রকিব উদ্দিন রকিব, সুমন শিকদার এবং হেলাল মাহমুদ প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
এসময় ডিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুজ্জামান জানান, "মননে মানবতা" এ স্লোগানকে সামনে নিয়ে আমরা সকল প্রকার উন্নত সেবাদানের জন্য প্রস্তুত রয়েছি। তিনটি ফ্লোরে বারো হাজার বর্গফুটের জায়গা নিয়ে আমরা মানুষের চিকিৎসা সেবা দিতে ২৪ ঘন্টাই প্রস্তুত আছি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।