প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২১, ৯:২৯ অপরাহ্ণ
দাউদকান্দিতে চাঁদাবাজ,ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন


দাউদকান্দি প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দির পুটিয়ায় ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার চারটি গ্রামের নারী-পুরুষ । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় আজ সকালে তারা এই মানববন্ধন করেন। এসময় তারা "সন্ত্রাস নয় শান্তি চাই, চাঁদাবাজমুক্ত সমাজ চাই" বলে শ্লোগান দিতে থাকে।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাঁধন, সুমন ও সজীবের অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় জনসাধারণ আজ অতিষ্ঠ। এসময় বাসরা, হাটখোলা, লখাইতুলী এবং চাপাতলী গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
সমাজসেবক এবং মৎস্য ব্যবসায়ী আলী আহমেদ মিয়াজী বলেন, আমরা শান্তি চাই, আমরা কোন হামলা মামলা চাইনা। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দৌলত আহম্মেদ, সাবেক ইউপি সদস্য ইসমাইল মজুমদার, মৎস্য ব্যবসায়ী জসিম উদ্দিন এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা সালেহ আহম্মেদ মিয়াজী প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube