প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে ‘গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার দাউদকান্দির গোলাপেরচর আশ্রয়ণ প্রকল্পে একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। "গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়" এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, পৌরমেয়র নাঈম ইউসুফ সেইন , দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ ।পরে বিভাগীয় কমিশনার আশ্রয়ণ প্রকল্প সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন।
সুবিধাভোগী ছলু বেগম বলেন, আমাদের কোন বাড়ি-ঘর ছিল না। আজ এখানে তো, কাল ওখানে এরকম ছন্নছাড়া জীবন ছিল আমাদের। শেখের বেটি বিনামূল্যে ১২ লাখ টাকা দামের বাড়ি-ঘর দিয়েছেন । আমরা তার জন্য নামাজ পড়ে দোয়া করি যেন তিনি দীর্ঘদিন বেঁচে থাকেন।
সুবিধাভোগী এবং প্রতিবন্ধী বাচ্চু মিয়া বলেন, জীবনটা একেবারে বিষিয়ে উঠেছিল । বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে ঘর-বাড়ি পেয়ে এখন নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। আল্লাহ তা'য়ালা শেখ হাসিনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক।
বিভাগীয় কমিশনার বলেন, আপনারা মিলেমিশে বসবাস করবেন, কখনো ঝগড়াঝাটি করবেন না । বাচ্চাদের অবশ্যই স্কুলে পাঠাবেন । আমরা চেষ্টা করবো এই প্রাথমিক বিদ্যালয়টি যাতে সরকারিকরণ করা যায় । প্রকল্পটি পরিদর্শন শেষে ঘরের নির্মাণ কাজ এবং সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করে করেন।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube