বুলডোজার দিয়ে খুনি মুশতাকের বাড়িটি গুঁ ড়ি য়ে দিয়ে এতিমখানা নির্মাণ করা হবে ---- মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>
কুমিল্লার দাউদকান্দির দশপাড়ায় খুনি খন্দকার মুশতাক আহম্মেদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে কুমিল্লাবাসী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।শনিবার সকালে দশপাড়ায় মুশতাকের গ্রামের বাড়ীর সামনে এই ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন।
মেজর সুমন তাঁর বক্তব্যে বলেন, আমরা প্রতিবছর সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছি এই খুনি খন্দকার মুশতাকের স্থাবর-অস্থা, আগামী ডিসেম্বরের মধ্যে মুশতাকের বাড়ির বিষয়ে সরকার কোন ব্যবস্থা না নিলে এবং সেখানে একটি এতিমখানা নির্মাণ করা হবে।বর সম্পত্তি বাজেয়াপ্ত করে জনস্বার্থে কাজে লাগানোর জন্য। কিন্তু আজও তা বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, আজ এই কুলাঙ্গারের কারণে আমরা "কুমিল্লার নামে বিভাগ" হতে বঞ্চিত হতে চলেছি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তবুও আমরা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকেই মেনে নিয়েছি।
মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে মুশতাকের বাড়ির বিষয়ে সরকার কোন ব্যবস্থা না নিলে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেয়া হবে এবং সেখানে একটি এতিমখানা নির্মাণ করা হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, পৌরসভার প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হোসেন, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লু এবং উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমুখ।
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।