প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২১, ৯:৩৫ অপরাহ্ণ
দাউদকান্দিতে উচ্ছেদ অভিযানে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে উদ্ধার করা হয় বেদখল হওয়া প্রায় তিন কোটি টাকা মূল্যের সরকারি জায়গা।
সোমবার (১৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রি.) কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের তত্ত্বাবধানে দাউদকান্দি উপজেলাধীন পৌর ভূমি অফিস সংলগ্ন দাউদকান্দি বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে তৈরীকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
উক্ত উচ্ছেদ অভিযানে সহায়তা করেন কুমিল্লা পুলিশ লাইনস এর পুলিশের সদস্যবৃন্দ, উপজেলা ফায়ার সার্ভিস টিম,আনসার টিম এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, দাউদকান্দি উপজেলায় যারা সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে আছেন, তারা সরকারি খাস জমি থেকে আপনাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন। নয়তো আমরা তা উচ্ছেদ করতে বাধ্য হবো। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube