কামরুল হক চৌধুরী :> আজ ৫মার্চ বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে অভিবাসীদের আর্থিক সেবা নিশ্চিতকরণে সোবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দিউপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল মোঃ মোবারক আলী, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম সরকার এবং পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্র্যাক আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল ইসলাম খাঁন ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আরও বলেন - 'সারা দেশের মধ্যে কুমিল্লা জেলা থেকে সবচেয়ে বেশি লোক অভিবাসী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাঁদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দেশের অনেক কাজে ব্যয় হচ্ছে। কিন্তু এই কর্মক্ষম মানুষটি যখন কোন কারণে কর্মহীন হয়ে পড়েন বা দেশে চলে আসেন তখন তাকে পরিবার বা সমাজ থেকে সেরকম সম্মান ও সহযোগিতা করা হয় না। এসকল মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্যে ব্র্যাকের এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই।' অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন - ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সিলর ওসমান গনি।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।