২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা উপলক্ষে ত্রিশালে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা উবায়দুল্লাহ আল মাসুম টিপুর উদ্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেলে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই নারকীয় হত্যাকাণ্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান আলোচকরা। বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগ নেতা জনাব উবায়দুল্লাহ আল মাসুম টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল উপজেলা শাখার সাবেক সভাপতি রুকুন উদ্দিন খোকন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ত্রিশাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, আমিরাবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আকন্দসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।