চরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ ত্রাণ নয়,চাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রায় হাজারো নারী ও পুরুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬আগস্ট) সকাল ১১টার সময় উপজেলার কোণাখালী ইউনিয়নস্হ মাতামূহুরী নদী সংলগ্ন কাইজ্জারডিয়া এলাকায় মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,তরুণ সমাজসেবক অ্যাড. মোহাম্মদ ইয়াসিন, সাবেক মেম্বার আহমদ হোসেন, সংবাদকর্মী আকতার উদ্দিন রানা, প্রবীণ মুরব্বি নুরুল হুদা, মৌলভী আকতার উদ্দিন আজাদ, আমিনুল হক,গিয়াস উদ্দিন,প্রবাসী সৈদুল হক,মোছাৎ পারভীন,মোছাৎ জুলপিকার,মোছাৎ অজুফা খানম,ডাঃ মাহমুদুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় মাতামুহুরি নদীর কইন্যারকুম এলাকার বেড়িবাঁধ ভেঙে কোনাখালী, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া, পশ্চিম বড় ভেওলা ও পূর্ব বড় ভেওলা এলাকা প্লাবিত হয়ে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এছাড়াও মাতামূহুরী নদীর কইন্যারকুম,কাইজ্জারডিয়া,মরংকুমসহ আরো যেসব এলাকায় থেকে প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে উপজেলার ৬/৭টি ইউনিয়ন প্লাবিত হয়।বন্যায় প্লাবিত হওয়া এলাকাগুলোতে বসবাসকারী জনগণকে পানিবন্দি থেকে মুক্তি দিতে আজকের মানব বন্ধন। অনুষ্ঠিতব্য মানব বন্ধনের মাধ্যমে মন্ত্রী, এমপি,সংশ্লিষ্ট প্রশাসন ও দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বক্তারা। সুতরাং আমরা সরকারের ত্রাণ চাই না,চাই আমাদের জানমাল রক্ষার স্বার্থে স্হায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
বক্তরা আরো বলেন,জরুরী ভিত্তিতে আপৎকালীন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে বেড়িবাঁধ নির্মাণে বাঁধ সংস্কার করা হয়।তা অস্হায়ী, টেকসই নয়।ফলে প্রতিবছর-বছর আমাদেরকে বন্যার পানিতে ভাসতে হয়।বিধায় অনতিবিলম্বে কোনাখালীতে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ চেয়ে সরকারের কাছে দাবি জানান মানববন্ধন আয়োজনকারীরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।