প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২১, ৯:০৭ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় মাদক সেবন করার দায়ে যুবকের কারাদণ্ড

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
তেঁতুলিয়া উপজেলায় মাদক সেবন করার দায়ে কামাল হোসেন (২৫) নামে এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।কামাল হোসেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জরিপ আলীর ছেলে।
বুধবার (৬জানুয়ারি) রাতে উপজেলার আজিজনগর বাজারের পাশে মাদক সেবনকালে আটক করে ভ্রাম্যমাণ আদালত এবং কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কামাল নামে ওই যুবক আজিজনগর এলাকায় মাদক সেবনকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে হাতেনাতে গাঁজাসহ আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চার মাসের কারাদণ্ড প্রদান করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube