প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় মাইক্রোবাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র রায়(৩০) ও ইয়াসমিন আক্তার(২৮) নামের দুই জন নিহত হয়েছেন।নিহত স্বপন, উপজেলার ভুড়িমুটকি এলাকার তুলেশ চন্দ্র রায় এর ছেলে আর ইয়াসমিন সদর ইউনিয়নের কলনিপাড়া নতুনবস্তি এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
শনিবার ( ২৪ অক্টোবর ) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস মাঝিপাড়ায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে করে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক স্বপন ও যাত্রী ইয়াসমিনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও ছয়জন।পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত এবং আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube