আল মাসুদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃকোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত পঞ্চগড়ে এনিয়ে দ্বিতীয় আর এক নারী রোগী হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার সন্ধায় করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন বিষয়টি সুনিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান।তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের খেরকি ডাংঙ্গা এলাকায় তার বাড়ি। এদিকে সারাদেশের লকডাউনে থাকায় আক্রান্ত নারীর ছেলে মাসুদ ঢাকা থেকে ফেরত এসেছিল। তার ঢাকা ফেরত আসার খবরটি স্থানীয়ভাবে ছড়িয়ে পরলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কৃর্তপক্ষ গত ১৮ এপ্রিল আক্রান্ত নারীসহ পরিবারের চার জনের নমুনা সংগ্রহ করে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ ওই এলাকায় বাড়িটি লকডাউন ঘোষণা করে।পরবর্তীকালে পঞ্চগড় মেডিক্যাল টিম তাদের নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠান । মঙ্গলবার সন্ধায় পঞ্চগড় সিভিল সার্জন নারীর পরীক্ষার ফলাফল পজিটিভ ঘোষণা করেন। এদিকে দেশের ৪৪টি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দিলে সরকারের সঠিক নির্দেশনা অনুযায়ী সর্ব উত্তরের সীমান্ত পঞ্চগড় জেলাকে আগামী শনিবার সকাল ১০ টা থেকে লকডাউনের ঘোষণা করা হয়েছে।১৯ এপ্রিল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন লকডাউনের ঘোষণা দেন। এসময় তিনি পঞ্চগড় পুরো জেলাকে অবরুদ্ধ ঘোষণা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।