আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রত্যেকটি মণ্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মণ্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ, সকল দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল হাসান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রন্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা জামাতের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা বাবু, সাধারণ সম্পাদক বিরেন বাবু, উপজেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হযরত আলী ও ওবাইদুল হক সহ বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।