প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১
![]()
আল মাসুদ,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহীদ (৪০) নামে এক ব্যক্তি নি'হত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ জিতেন নামে একজনকে গ্রে'ফতার করেছে।
মঙ্গলবার (১৪ জুন) সকল আইনি প্রক্রিয়া শেষে জিতেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৩ জুন) সন্ধায় উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শহীদ একই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িমুটকি গ্রামের শান্তি রানী নামে এক নারীর বাড়িতে সলিম উদ্দীন নামে এক ব্যক্তির যাতায়াত ছিল। এ নিয়ে সোমবার রাতে সলিমের সঙ্গে শহীদ ও সাদ্দামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সলিমের লোকজনের মা'রধরে শহীদ আ'হত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাতে নি'হতের স্ত্রী ফেন্সি আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হ'ত্যা মামলা করেছেন। মামলার পরেই অভিযান পরিচালনা করে আসামি জিতেনকে গ্রে'ফতার করা হয়। এদিকে বাকিদের গ্রে'ফতারের চেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube