প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ১০:০৮ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় ট্রলির ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
তেঁতুলিয়ায় ট্রলির ধাক্কায় সুলতান (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
রোববার (২ মে) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত সুলতান তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা এলাকার মৃত সামান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চালক সুলতান তেঁতুলিয়া আসার সময় সর্দারপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলিটি একই স্থানে পৌঁছালে ট্রলির সামনে দিয়ে একটি গরু দৌড় দেয়। এতে করে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সুলতান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ট্রলির ধাক্কায় সুলতান নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube