আল মাসুদ, জেলাপ্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গলায় ফাঁ’স লাগানো অবস্থায় গাছ থেকে বাবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর ডাঙাপাড়া এলাকায় ঝু’লন্ত ম’রদেহটি উদ্ধার করা হয়।মৃত বাবুল হোসেন একই এলাকর মৃত আরফান আলীর ছেলে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবুলের ম’রদেহ একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝু’লন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ম’রদেহটি উদ্ধার করেন এবং লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এটি আ’ত্মহত্যা না পরিকল্পিত কোন হ’ত্যা। এজন্য ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেয়া হয়েছে।