ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লার তিতাসে দিনে দুপুরে সিএনজি চালিত অটোরিক্সার গতিরোধ করে বিকাশ ডিলারের ৫৮ লাখ টাকা ছিনতেইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি সেতুর উত্তর পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক খবর পেয়ে তিতাস থানা পুলিশ ১৫ লাখ টাকাসহ একাধিক মামলার আসামি দুই ছিনতাইকারীকে আটক করেছে। আটকরা হল- উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত মাঈনুদ্দিন সরকারের ছেলে আল আমিন (৪০) এবং একই উপজেলার কাকিয়াখালী গ্রামের বিনয় চন্দ্র দাসের ছেলে ওমর চন্দ্র দাস (৩০)। পুলিশ আটক আল আমিনের বাড়ি থেকে চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এন্ড বিকাশ ডিলারের ম্যানেজার মো. শাকিল রিয়াজ ও তার দুই কর্মচারী ৫৮ লাখ টাকা নিয়ে তিতাস ও হোমনা উপজেলার বিকাশ এজেন্টদেরকে টাকা দিতে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন। তিতাস উপজেলার দড়িকান্দিতে এসময় টাকাবহনকারী অটোরিকশার পেছন থেকে দু’টি অটোরিকশা দিয়ে ৭/৮জনের ছিনতাইকারী দল টাকাবহনকারী সিএনজিটির গতিরোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ৫৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপজেলার জিয়ারকান্দি থেকে ছিতাইকারী আল-আমিন ও ওমরকে আটক করে। এসময় আলামিনের ঘরে তল্লাশী চালিয়ে ১৫ লাখ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
তিতাস থানার ওসি সৈয়দ আহসান হাবিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ছিনতাইকারীদের বর্ণনা অনুযায়ী জিয়ারকান্দি গ্রামে অভিযান চালিয়ে আল আমিনের ঘর থেকে নগদ ১৫ লাখ টাকাসহ তাদেরকে আটক করি। তাদের নামে দাউদকান্দি এবং তিতাসে কয়েকটি হত্যাসহ ছিনতাই ও চাঁদাবজির মামলা রয়েছে। পরে তল্লাশি চালিয়ে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।